দেশহাইলাইটস

ডিএনসিসির নাগরিক সেবায় ‘প্রত্যয়ন’

564126ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সব ওয়ার্ডে কাউন্সিলর কর্তৃক জাতীয়তা, উত্তরাধিকার, চারিত্রিক ও আয়ের সনদ অনলাইনে প্রদান করার জন্য চালু হয়েছে ‘প্রত্যয়ন’ সিস্টেম সেবা। এই সেবায় নাগরিককে সনদ নিতে হলে ১৫ টাকা সার্ভিস ফি ও সার্ভিস ফির তিন ভাগ ট্রানজেকশন ফি দিতে হবে। এ সেবা মূল্য মোবাইল ব্যাংকিং ও কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। এতে নাগরিকদের সময় ও খরচ বাঁচবে। শিগগিরই এসব কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ। সূত্র জানিয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ‘এটুআই’ প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন ফান্ড প্রকল্পের সহযোগিতায় ‘অলিভিন লিমিটেড’ কর্তৃক উদ্ভাবিত ‘অনলাইন কাউন্সিলর সার্টিফিকেট বা প্রত্যয়ন’ সিস্টেমটি ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে। বর্তমানে এ সিস্টেমটি দুটি সিটি করপোরেশন, ৩৬টি পৌরসভা ও ৫১০টি ইউনিয়ন পরিষদে চলমান আছে। এর মাধ্যমে উত্তরাধিকার সনদ, চারিত্রিক সনদ, ভূমিহীন সনদ, বার্ষিক আয়ের সনদ, বেকারত্ব সনদ, বিবাহ ও জাতীয়তাসহ প্রায় ৩০ প্রকারের সনদ প্রদান করা হচ্ছে।’

আরও জানা যায়, এই সিস্টেমে এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজারটি সনদ ইস্যু হয়েছে। এ ছাড়া ভূমি মন্ত্রণালয় কর্তৃক চালু করা ‘ই-নামজারি’ সিস্টেমের সঙ্গে ‘প্রত্যয়ন’ সিস্টেমের আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। ফলে সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক উত্তরাধিকার সূত্রে ই-নামজারির আবেদন নিষ্পত্তির সময় স্বয়ংক্রিয়ভাবে  প্রত্যয়ন থেকে উত্তরাধিকারদের তথ্য যাচাই করতে পারেন। ফলে উত্তরাধিকার সংক্রান্ত সব ধরনের জালিয়াতি রোধ করা সম্ভব হয়েছে। ডিএনসিসির সিস্টেম অ্যানালিস্ট তুহিনুল ইসলাম জানান, স্থানীয় সরকার বিভাগ প্রত্যয়ন সিস্টেমটি চালু করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে সিটি করপোরেশনগুলোয় চিঠি পাঠিয়েছে। তিনি আরও বলেন, প্রত্যয়ন সিস্টেমটি মাইগভ (mygov.bd), ই-নামজারি,(mutation.land.gov.bd), এনআইডি এবং জন্মনিবন্ধন সার্ভারের সঙ্গে ইতোমধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে এবং সব ডাটা ন্যাশনাল ডাটা সেন্টারের সঙ্গে সংযুক্ত।

প্রত্যয়ন সিস্টেমে একবার রেজিস্ট্রেশন করে কোনও সনদ নিলে পরে অন্য কোনও সনদ নিতে হলে দ্বিতীয়বার রেজিস্ট্রেশনের প্রয়োজন নেই। নাগরিকের তথ্য এনআইডি এবং জন্মনিবন্ধন সার্ভার থেকে যাচাই করার ফলে প্রত্যয়ন সিস্টেমটি অসাধু ব্যক্তি, সীমান্তে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের সনদ প্রদান রোধে শতভাগ সহায়ক বলে জানান তিনি।

এমন আরো সংবাদ

Back to top button