প্রযুক্তি

নভেম্বরের মধ্যে বাজার ছাড়বে আইফোন ফাইভ সি

8741আগামী মাসের মধ্যে বাজার থেকে আইফোন ফাইভ সি স্মার্টফোনটি পুরোপুরি সরিয়ে নেয়ার কথা জানিয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপল। এরই মধ্যে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি মডেলটিকে বাজারে অপ্রচলিত স্মার্টফোন হিসেবে চিহ্নিত করেছে। খবর টেক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, অ্যাপল থেকে ম্যাক রিউমরস ওয়েবসাইট একটি মেমো পুনরুদ্ধার করেছে। মেমোতে আগামী নভেম্বরের মধ্যে আইফোন ফাইভ সি স্মার্টফোনটি বাজারে অপ্রচলিত হবে বলে উল্লেখ করা হয়েছে। স্মার্টফোনটি এখন থেকে অ্যাপলের বাতিলকৃত পণ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবে। ডিভাইসটির জন্য গ্রাহকদের মেরামত সুবিধাও দেবে না যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। প্রযুক্তি বিষয়ে বিভিন্ন তথ্য কর্মীদের অবহিত করার জন্য এ মেমো প্রকাশ করে অ্যাপল।

আইফোন ফাইভের মাধ্যমে বাজারে সাশ্রয়ী মূল্যের ডিভাইস বাজারজাত শুরু করে অ্যাপল। এতে অ্যালুমিনিয়ামের কাঠামোর পরিবর্তে প্লাস্টিক ব্যবহার করা হয়েছিল। ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার না থাকলেও অ্যাপলের সর্বাধুনিক প্রযুক্তি ছিল।

বর্তমানে বাজারে আইফোন ফাইভ সি পুরনো পণ্য হিসেবে অবস্থান করছে। অবসোলেট বা অপ্রচলিত ট্যাগ হিসেবে নির্ধারিত সময় শেষে এর গ্রাহকরা ডিভাইসগুলোর কোনো সার্ভিস পাবে না। এমনকি অপারেটিং সিস্টেমও বাতিলের তালিকায় থাকবে।

এমন আরো সংবাদ

Back to top button