দেশি রান্নাহাইলাইটস
বনশ্রীতে ইউরোপীয় ধাঁচের নতুন রেস্তোরাঁ ভিটালি উদ্বোধন
রাজধানীর বনশ্রীতে চালু হলো ইউরোপীয় ধাঁচের খাবারের দোকান ভিটালি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার। ইতালিতে ‘পিজা যাদুকর’ খ্যাতি পাওয়া বাংলাদেশী যুবক মতিন খানের এই রেস্তোঁরা বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্বোধন করেন তার বাবা ও পরিবার সদস্যরা। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন এটিএন বাংলার কারেন্ট এ্যাফেয়ার্স এডিটর খ্যাতিমান সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। উদ্বোধন উপলক্ষে বনশ্রী এলাকার প্রায় ৫শ’ ক্রেতাকে মাত্র ১ টাকায় বার্গার দেয়া হয় ভিটালি রেষ্টুরেন্ট থেকে। এজন্য প্রথম দিনই উপচেপড়া ভিড় ছিলো সেখানে। মতিন খান জানান, পরিছন্ন আন্তর্জাতিক পরিবেশ ও সাশ্রয়ী মুল্যে তার রেস্তোঁরায় দেশী বিদেশী খাবার এবং পারিবারিক অনুষ্ঠান করতে পারবেন ক্রেতারা।