যুক্তরাজ্যে বাংলাদেশী ব্যবসায়িদের শীর্ষ সংগঠন ইউকে বিসিসিআই ও বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে। এতে সভাপতিত্ব করেন ইউকে বিসিসিআইয়ের নব নির্বাচিত প্রেসিডেন্ট এম জি মওলা মিয়া। উপস্থিত ছিলেন বেটার বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রফেসর মাসুদ খান, ইউকে বিসিসিআইয়ের ফাইনেন্স ডিরেক্টর কামরুল আলী, মেম্বারশিপ ডিরেক্টর সাইফুল আলম, আব্দুল কাইয়ুম খালিক এবং লন্ডন টি এক্সচেঞ্জের ডিরেক্টর শেখ অলিউর রহমানসহ আরও অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকালে দেশটিতে বাংলাদেশী পন্যের বানিজ্য প্রসারে নানা বিষয় সভায় তুলে ধরেন ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট এমজি মওলা মিয়া।