প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পদ্মা সেতু দেখার জন্য বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। নয়াদিল্লির হায়দরাবাদ হাউজে মঙ্গলবার দুই দেশের শীর্ষ বৈঠক চলাকালে নরেন্দ্র মোদিকে এ আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে গতকাল সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীকে পদ্মা সেতু দেখতে আসার আমন্ত্রণ জানিয়েছেন। কারণ এ সেতুতে শুধু বাংলাদেশ নয়, এ অঞ্চলের সব দেশই কম-বেশি উপকৃত হবে।
এদিকে ভারতের সঙ্গে প্রস্তাবিত বাণিজ্য চুক্তি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ভারতের সঙ্গে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সেপা) অবশ্যই হবে। তবে তাতে কিছুটা সময় লাগবে। এটি যত তাড়াতাড়ি সম্ভব করতে চায় বাংলাদেশ।
অশোক লেল্যান্ডের মতো বড় ভারতীয় প্রতিষ্ঠান এখন ইলেকট্রিক গাড়ি বা হাইব্রিড অটোমোবাইলে বিনিয়োগ করতে চাচ্ছে বলে এ সময় আরো জানান বাণিজ্যমন্ত্রী। প্রসঙ্গত, মঙ্গলবারের বৈঠক চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেপা স্বাক্ষরের জন্য আলোচনা শুরু করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন।
বাণিজ্যমন্ত্রী গতকাল সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ-ভারত ব্যবসায়িক ফোরামের অনুষ্ঠানে যোগ দেন। সেখানে প্রধানমন্ত্রী ভারতীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।