দেশ

প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুল গান্ধীর সাক্ষাৎ

6590প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। আজ মঙ্গলবার দুপুরে দিল্লির আইটিসি মৌর্য হোটেলে তিনি সাক্ষাৎ করতে আসেন। এর আগে হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অংশ নেন শেখ হাসিনা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, মোদির সঙ্গে বৈঠকের পর হোটেলে ফিরে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা করেন। প্রধানমন্ত্রীর সঙ্গে গান্ধী পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। এ সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। ইন্দিরা গান্ধী থেকে শুরু করে সোনিয়া গান্ধী পর্যন্ত সবার সঙ্গেই তার সম্পর্ক অনেকটাই পারিবারিক।

চারদিনের রাষ্ট্রীয় সফরে গতকাল সোমবার দুপুরে নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে ভারতের প্রেসিডেন্ট ভবনে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। শেখ হাসিনা দুপুরে মোদির সঙ্গে বৈঠক করেন। এ সময় তাদের উপস্থিতিতে সই হওয়া ৭টি সমঝোতা স্মারক হস্তান্তর করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button