বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ বুধবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মঘণ্টা শুরু হয়েছে সকাল আটটায়। প্রথম দিন সময় মতো অফিসে পৌঁছাতে না পেরে অনেককে পরিবহনের সংকট ও পুরোনো অভ্যস্ততার কথা জানালেন।
সচিবালয়ে এত দিন সকাল নয়টায় অফিস শুরু হতো। নতুন নিয়ম মেনে সকাল ৮টার আগেই বেশির ভাগ কর্মকর্তা-কর্মচারীরা হাজির হন। রাজধানীর অন্যান্য অফিসেও একই চিত্র লক্ষ্য করা গেছে।
গত ২২ আগস্ট মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মঘণ্টার সিদ্ধান্ত হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি বহাল থাকবে।
এ দিকে অনেকেই নতুন সময়ে অফিসে পৌঁছাতে পারেনি। এ জন্য তারা পরিবহন সংকট ও যানজটকে দায়ী করেছেন। অনেকে আবার পুরোনো অভ্যস্ততার পরিবহন ধরতে না পারার কথা বলছেন।
অবশ্য নতুন কর্মঘণ্টার প্রথম দিন রাজধানীর সড়কে গণপরিবহন তুলনামূলকভাবে কম ছিল। তবে অন্য দিনের তুলনায় আগেই সড়কে নামে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত গাড়ি ও স্টাফ বাস। মোটরসাইকেলও ছিল অন্য দিনের তুলনায় বেশি।
সরকারি ও স্বায়ত্তশাসিত পাশাপাশি ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচিতে ব্যাংকে লেনদেন হবে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত।
এ ছাড়া অফিস সময় কমানোর পাশাপাশি সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি দুই দিন করা হয়েছে।