প্রায় ৪ বছর বন্ধ থাকার পর মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী পাঠানো আবার শুরু হয়েছে। সোমবার মধ্যরাতে এয়ার এশিয়ার একটি ফ্লাইটে ৫৩ জন কর্মী ঢাকা ছাড়েন। আজ সকালে কুয়ালালাম বিমান বন্দরে তাদের স্বাগত জানানো হয়। ঢাকার হজরত শাহজালাল বিমান বন্দরে রাতে মালয়েশিয়াগামী কর্মীদের বিশেষ ফ্লাইটের উদ্বোধন করেন বিএমইটি’র মহাপরিচালক শহীদুল আলম এনডিসি। তিনি জানান, ২০১৯ সাল থেকে মালয়েশিয়া নিয়মিত বাংলাদেশী কর্মী নেয়া বন্ধ রেখেছিলো। সমঝোতা স্মারকের মাধ্যমে মালয়েশিয়া সরকার তাদের পাঁচটি খাতে সরকারি-বেসরকারি পর্যায়ে ‘জিটুজি প্লাস’ পদ্ধতিতে বাংলাদেশ থেকে কর্মী নেয়া শুরু করলো। দেশীয় রিক্রুটিং এজেন্সি ক্যাথারসিস ইন্টারন্যাশনালের মাধ্যমে প্রথম দফায় যাওয়া ৫৩ কর্মী মালয়েশিয়ার জিমাত জায়া এসডিএন বিএইচডি কোম্পানির চাকরিতে যোগদান করবেন।
এমন আরো সংবাদ
জলবায়ু সাংবাদিকতায় নিউইয়র্ক আইনসভার বিশেষ সন্মাননা পেলেন কেরামত উল্লাহ বিপ্লব
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪ ১১:৪৪