‘হাওয়া’র টিকিট শেষ,আগামী সপ্তাহের টিকিট বিক্রি শুরু
২০১৯ সালে শুটিং শুরু হয়েছিল মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘হওয়া’ সিনেমার। জলকেন্দ্রিক মিথ নিয়ে নির্মিত সিনেমা ‘হাওয়া’। গভীর সমুদ্রে একদল জেলে। মাছ ধরতে গিয়ে নানা রহস্যময় ঘটনার মুখোমুখি হয় তারা। সিনেমাটির প্রচারণায় ব্যবহৃত ‘সাদা সাদা কালা কালা’ গানটি ভাইরাল হয়। শুরু হয় সিনেমাটি নিয়ে আলোচনা। সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খানসহ অনেকে।
আজ থেকে দেশের ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘হাওয়া’ সিনেমা। মুক্তির প্রথম দিনেই শত শত দর্শক টিকিট না পেয়ে ফিরে যাচ্ছে। অনেকে চলতি সপ্তাহের টিকিট চাইলেও মিলছে না। এ সপ্তাহের শতভাগ টিকিট বিক্রি হয়েছে। মুআজ থেকে শুরু হয়েছে আগামী সপ্তাহের টিকি বিক্রি। এমন ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে সিনেস্কোপ প্রেক্ষাগৃহে।
সিনেস্কোপের নির্বাহী পরিচালক আব্দুর রশীদ জানান, আমরা দর্শকদের কাছে সরি বলছি। আমাদের এ সপ্তাহের সব টিকিট বিক্রি শেষ। এখন আগামী সপ্তাহের টিকিট বিক্রি করছি।