বাংলাদেশে এসে পৌঁছেছে ফিফা ফুটবল বিশ্বকাপের ট্রফি। আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে পাকিস্তান থেকে ফিফার চার্টার্ড ফ্লাইটে করে ঢাকায় এসেছে সোনালী ট্রফিটি। বাংলাদেশে থাকবে দু’দিন। ট্রফির সঙ্গে এসেছেন ফিফার সাত সদস্যের একটি প্রতিনিধি দল। ওই দলে আছেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের খেলোয়াড় ক্রিশ্চিয়ানো লালি কাকে কারেম্বু।
হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি বরণ করেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ নির্বাহী কমিটির কর্মকর্তাবৃন্দ। এরপর ট্রফি রাখা হবে হোটেল র্যাডিসন ব্লুতে। আজ ট্রফি নিয়ে বাফুফের তিনটি আনুষ্ঠানিকতা রয়েছে। বিকেল চারটায় ট্রফি নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসভবন বঙ্গভবনে। সেখানে কার্যক্রম শেষে ট্রফি নেয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে। এরপর রাতে ট্রফি আগমন উপলক্ষে একটি নৈশভোজের আয়োজন করেছে বাফুফে।
আগামীকাল বৃহস্পতিবার সকালে হোটেলে সীমিত ব্যক্তিবর্গের ট্রফির সঙ্গে ছবি তোলার ব্যবস্থা থাকবে। বিকেলে আর্মি স্টেডিয়ামে ট্রফি প্রদর্শন করা হবে। থাকবে বিশেষ কনসার্ট। শুক্রবার রাতে ট্রফি ঢাকা থেকে নিয়ে যাওয়া হবে পূর্ব তিমুরে।
সাধারণত প্রতি বিশ্বকাপের আগে এই ট্রফি বিভিন্ন দেশ প্রদক্ষিণ করে। তারই অংশ হিসেবে এবার ৫১টি দেশের মধ্যে ছিল বাংলাদেশ। এর আগে ২০১৩ সালে বাংলাদেশে বিশ্বকাপ ট্রফি এসেছিল। সেইবার ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ উপলক্ষে ট্রফি আসে। এবার আসলো ২০২২ কাতার বিশ্বকাপ উপলক্ষে। খাঁটি স্বর্ণ দিয়ে তৈরি মূল্যবান ট্রফিটির ওজন ৬.১৪২ কেজি।