চলতি বছর বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজ পালনের সুযোগ পাচ্ছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জন মুসল্লি পবিত্র হজে যেতে পারবেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবার প্রায় ২৯ হাজার হজযাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে। এ ছাড়া সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাসের বাংলাদেশ থেকে হজ যাত্রী পরিবহনের কথা রয়েছে।
এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ রয়েছে। প্রথম প্যাকেজে খরচ ৫ লাখ ২৭ হাজার ৩৪০ টাকা। দ্বিতীয় প্যাকেজে খরচ ৪ লাখ ৬২ হাজার ১৫০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ কোরবানি ছাড়া ৪ লাখ ৬৩ হাজার ৭৪৪ টাকা। বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ জানিয়েছে, ‘রোড টু মক্কা’ উদ্যোগের মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হয়েছে। হজযাত্রীদের জন্য ডেডিকেটেড বিমান-সুবিধা দেওয়া হচ্ছে। হজযাত্রীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা ঢাকা থেকেই শেষ করা হচ্ছে। এবারের হজে বিমান ৬৫টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা-জেদ্দা গন্তব্যে ৫১টি ও ঢাকা-মদিনা গন্তব্যে ১৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।