দেশহাইলাইটস

একনেকে ২ হাজার ৬৬৫ কোটি টাকার ৯ প্রকল্পের অনুমোদন

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুবছর পর একনেক সভায় সশরীরে অংশ নেন বুধবার। ছবি : পিআইডি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক প্রায় দুই হাজার ৬৬৫ কোটি ২১ লাখ টাকা ব্যয়ের নয়টি প্রকল্পের অনুমোদন দিয়েছে। প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে আজ বুধবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় দুবছর পর একনেক সভায় সশরীরে অংশ নেন আজ।

সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘প্রায় দুই বছর পর প্রধানমন্ত্রীকে আমরা একনেক সভায় সরাসরি পেয়েছি। এটা স্বস্তির বিষয়। কোভিডের সব শঙ্কা ভুলে গেছি, এটাই তার প্রমাণ। এর আগে আমাদের প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি একনেক বৈঠকে সভাপতিত্ব করতেন।’

এমন আরো সংবাদ

Back to top button