সার্বজনীন পেনশনে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী
সার্বজনীন পেনশন চালু করতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিদায়ী ভাইস-প্রেসিডেন্ট হার্টউইগ শেফারের সঙ্গে সাক্ষাৎকালে এ বিষয়ে সহযোগিতা চান অর্থমন্ত্রী।
এ সময়, করোনাকালীন সময়ে বাজেট সহায়তা, কোভিড মোকাবিলা ও টিকা ক্রয়ে অর্থায়নের জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।
এ ছাড়াও, ভিশন ২০৪১-কে সামনে রেখে সরকারের বিভিন্ন উদ্যোগে উন্নয়নের অংশীদার হতে বিশ্বব্যাংককে অনুরোধ জানান তিনি। ঢাকাকে আরও বাসযোগ্য করে গড়ে তুলতে বিশ্বব্যাংক বিভিন্ন দেশের অভিজ্ঞতা বিনিময় করতে পারে বলেও তিনি জানান। হার্টউইগ শেফার ২০১৮ সালের ১ জুলাই বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। তিনি আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকার সঙ্গে বিশ্বব্যাংকের সম্পর্ক দেখভাল করতেন।