কৃষিহাইলাইটস

ফজলি আমের স্বত্ব রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমফজলি আমের একক স্বত্ব রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ জেলার নয়। ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেল এ আম। দুই পক্ষের শুনানি শেষে গতকাল বিকালে এ ঘোষণা দেয় শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্ট্রারের দপ্তর।

রাজশাহী আম গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলীম উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম’ হিসেবে জিআই স্বীকৃতি পেল ফজলি আম। তবে আগামী রোববার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর কোনো পক্ষের আপত্তি থাকলে দুই মাসের মধ্যে দুই পক্ষকে আদালতের শরণাপন্ন হতে হবে। দুই মাস পর জিআই পণ্য ফজলি আমের নতুন জিআই গেজেট প্রকাশিত হবে।

জানা গেছে, ফজলি আমকে ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে জিআই স্বীকৃতির জন্য ২০১৭ সালের ৯ মার্চ আবেদন করে রাজশাহী ফল গবেষণা কেন্দ্র। এর পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর ফজলি আমকে ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে জিআই স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর।

ফজলির এ স্বীকৃতির বিরোধিতা করে গত বছরের নভেম্বরে আপত্তি জানান চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম। ফলে রাজশাহীর ফজলি আমের স্বীকৃতি বাতিল হয়ে যায়।

এমন আরো সংবাদ

Back to top button