দেশহাইলাইটস

লঞ্চের টিকিট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র

852জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট মিলবে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। আজ রোববার সচিবালয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিবালয়ে ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে স্টিমার, লঞ্চসহ জলযান সুষ্ঠুভাবে চলাচল, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে যথাযথ কর্মপন্থা গ্রহণের লক্ষ্যে ঈদ ব্যবস্থাপনা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রতিমন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্র ছাড়া লঞ্চের টিকিট দেয়া হবেনা। ঈদের পাঁচদিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

তিনি বলেন, আসন্ন ঈদযাত্রা উপলক্ষে আমরা এ পদক্ষেপ নিতে যাচ্ছি। ঈদের পর আমরা আরো কঠোর হবো। এটা হবে স্থায়ী পদক্ষেপ। কারণ লঞ্চ দুর্ঘটনার কবলে পড়লে ক্ষতিগ্রস্থদের চিহ্নিত করা খুব কঠিন হয়ে পড়ে।

এমন আরো সংবাদ

Back to top button