এন্টারটেইনমেন্ট

ওপেনিং কালেকশনের সব রেকর্ড ভাঙল আরআরআর

আরআরআর।বিশ্বজুড়ে ২৫০ কোটি রুপি কামিয়েছে আরআরআর সিনেমাটি। অবিশ্বাস্য মনে হলেও আসলে অবিশ্বাস্য নয়। মুক্তির আগেই প্রত্যাশা তৈরি করেছিল সিনেমাটি। রামচরণ, এনটিআর জুনিয়র ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটি দর্শকের পাশপাশি সমালোচকদের প্রশংসা পেয়েছে। বক্স অফিসে রীতিমতো সুনামি তৈরি করেছে আরআরআর। আয় সম্পর্কে নিশ্চিত করেছেন রমেশ বালা। তিনি একজন বক্স অফিস বিশেষজ্ঞ। বালা লিখেছেন, ‘আরআরআর প্রথম দিনে বিশ্বজুড়ে মোট ২৫০ কোটি রুপির বেশি আয় করেছে। ভারতীয় সিনেমা হিসাবে এ আয় সর্বকালের রেকর্ড।’

বলা হয়, দক্ষিণের সিনেমা দক্ষিণেই ব্যবসা করে। আরআরআর সে কথা ভুল প্রমাণ করেছে। বিশ্বজুড়ে প্রায় আট হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে এসএস রাজামৌলির আরআরআর। যুক্তরাষ্ট্রে অসাধারণ শুরু করেছে আরআরআর। তারান আদর্শ টুইট করে সিনেমাটির বৈশ্বিক আয় উল্লেখ করেছেন। যুক্তরাষ্ট্রে আয় করেছে ৩১ লাখ ৯৮ হাজার ৭৬৬ ডলার। কানাডায় ২ লাখ ৭০ হাজার ৩৬১ ডলার। এখান থেকে মোট আয় ২৬ দশমিক ৪৬ কোটি রুপি। যুক্তরাজ্যে আয় ২ লাখ ৩৮ হাজার ৩১৩ পাউন্ড, অর্থাৎ ২ দশমিক ৪০ কোটি রুপি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও অভূতপূর্ব সাড়া ফেলেছে সিনেমাটি।

ভারতের হিন্দিভাষী অঞ্চলে সিনেমাটির আয় ২৫ দশমিক ৫ কোটি রুপি। অন্ধ্র বক্স অফিস এ হিসাব দিয়েছে। অন্যদিকে তেলেগুভাষী রাজ্যগুলো মিলে আয় ১০০ কোটি রুপির ওপরে। সিনেমা মুক্তির আগে আগে গিরিশ জোহর এ নিয়ে কথা বলেছিলেন। তিনি বলেন. ‘আমি একটি বড় সূচনার আশা করছি। সিনেমাটি অন্তত ১৫০ কোটি রুপি আয় করবে।’ আরআরআর তার এ ভবিষ্যদ্বাণী ছাড়িয়ে গেছে।

অন্যদিকে নিজের রেকর্ড ভাঙলেন রাজামৌলি। এর আগে বক্স অফিসে বাহুবলী টুর প্রথম দিনের আয় ছিল ১২১ কোটি রুপি। প্রথম দিনে সুজিত পরিচালিত সাহো আয় করেছিল ৮০ কোটি রুপি। দেখা যাচ্ছে আরআরআরের কাছাকাছি কোনো সিনেমা নেই।

 

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

এমন আরো সংবাদ

Back to top button