হিরো অফ দি ডে

কাজুতে কিস্তিমাত করেছেন এই দুই নারী উদ্যোক্তা

36পার্বত্য চট্টগ্রামের হস্তজাত শিল্প অনলাইনে বিকিকিনি করে বেশ চলছিল। কিন্তু করোনার পর থেকেই ব্যবসা মন্দ। কী করবেন এই ভেবে শিরীন সুলতানা যখন ব্যাকুল, তখন তাঁকে অনলাইন প্ল্যাটফর্ম ‘উই’য়ে জয়েন করিয়ে দেন তাঁর স্বামী। শিরীন ভাবলেন, ‘কোন পণ্য নিয়ে কাজ করব? তখনই মনে হলো, যেহেতু রাঙামাটি থাকি, স্থানীয় কাজুবাদাম নিয়ে কাজ করি।’ সেই চিন্তা থেকেই দেশি কাজুবাদাম নিয়ে পড়াশোনা শুরু করলেন। কাজুবাদাম নিয়ে গ্রাহকদের কী প্রশ্ন থাকতে পারে, তা চিন্তা করতে থাকেন। সঙ্গে সঙ্গে বিভিন্ন উপজেলায় কৃষকদের সঙ্গে যোগাযোগ করা শুরু করলেন। এরই মধ্যে এসএস এগ্রো প্রোডাক্ট নামে একটি অনলাইন পেজ খুলে ফেলেন শিরীন সুলতানা। উই এবং এই পেজে কাজুবাদাম নিয়ে লেখালেখি শুরু করেন। প্রথম থেকেই ব্যাপক সাড়া পান। দেশে যে কাজুবাদাম হয়, তা-ই অনেকে জানতেন না।

রাঙামাটি শহরে তিন মেয়ে ও স্বামীকে নিয়ে শিরীনের সংসার। ঘরের কাজ সামলানোর পর বাকি সময় কাজুর ব্যবসায় পুরোপুরি আত্মনিয়োগ করেছেন। এই কয়েক মাসের ব্যবসায় দেশের ৬৪ জেলায় পার্বত্য অঞ্চলের কাজুবাদাম পৌঁছে দিয়েছেন। বিক্রি করেছেন প্রায় ২২ লাখ টাকার দেশি কাজুবাদাম।

এমন আরো সংবাদ

Back to top button