দেশহাইলাইটস

সিএনজি স্টেশন বন্ধের সময় আরো ১ ঘণ্টা বাড়ল

সিএনজি ফিলিং স্টেশন
সিএনজি ফিলিং স্টেশন

দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরো এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিন্ধান্ত অনুযায়ী দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন পিক আওয়ারে ৫ ঘণ্টা বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায়  বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।

পেট্রোবাংলা জানায়, সারাদেশে সব সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে আজ মঙ্গলবার থেকেই। এতোদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হত। গতবছরের ১৯ সেপ্টেম্বর থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরো এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এদিকে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।

এমন আরো সংবাদ

Back to top button