
দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো বন্ধ রাখার সময় আরো এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিন্ধান্ত অনুযায়ী দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন পিক আওয়ারে ৫ ঘণ্টা বন্ধ থাকবে। আজ মঙ্গলবার এক জরুরি বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ থাকবে।
পেট্রোবাংলা জানায়, সারাদেশে সব সিএনজি স্টেশনে সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সিদ্ধান্ত কার্যকর হবে আজ মঙ্গলবার থেকেই। এতোদিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বন্ধ রাখা হত। গতবছরের ১৯ সেপ্টেম্বর থেকে এ নিয়ম চলছিল। এখন তা আরো এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এদিকে সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে পেট্রোবাংলা।