প্রবাসহাইলাইটস

রোমানিয়া বাংলাদেশ থেকে ৫ হাজার কর্মী নেবে : পররাষ্ট্রমন্ত্রী

333পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, রোমানিয়া বাংলাদেশ থেকে ৫ হাজার কর্মী নেবে। সচিবালয়ের নিজ দপ্তরে আজ সোমবার পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬ সদস্যের একটি কনস্যুলার টিম তিন মাসের জন্য আগামী মার্চ মাসে ঢাকায় আসবে। তারা তিন হাজার চারশ মূলতবি ভিসাসহ ৫ হাজার ভিসা ইস্যু করবে।

মন্ত্রী আরও বলেন, রোমানিয়া প্রথমবারের মতো এ ধরনের একটি কনস্যুলার টিম বিদেশে পাঠাচ্ছে। কনস্যুলার টিমকে আমরা সব ধরনের সহায়তা প্রদান করবো।

প্রসঙ্গত, বাংলাদেশের রোমানিয়ার কোনো মিশন নেই। দিল্লির মিশন থেকে রোমানিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছে।

এমন আরো সংবাদ

Back to top button