প্রবাসহাইলাইটস

অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হয়ে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশি

 অস্ট্রেলিয়ায় কাউন্সিলর হয়ে ইতিহাস গড়লেন দুই বাংলাদেশিঅস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো কাউন্সিলর হলেন দুই বাংলাদেশি নারী। দেশটির নিউ সাউথ ওয়েলসের সিটি কাউন্সিল নির্বাচনে তারা জয়ী হন। দুজনেই প্রথম মুসলিম নারী।

সূত্র জানায়, অস্ট্রেলিয়ার বাংলাদেশি পাড়া ল্যাকেম্বার বাঙ্কসটাউন সিটি কাউন্সিল থেকে ক্ষমতাসীন দল লিবারেল পার্টি থেকে নির্বাচিত হন সাবেক কাউন্সিলর শাহে জামান টিটুর স্ত্রী সাজেদা আক্তার সানজিদা। অন্যদিকে ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে জয়ী হন প্রেসিডেন্ট ক্যালচারাল ড্রাইভার্সিটির শিক্ষক ড. সাবরিন ফারুকী। বর্তমান বিরোধী দল লেবার পার্টি থেকে ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে প্রথম বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হলেন।

সিটি কাউন্সিল নির্বাচনে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিল থেকে আবারও নির্বাচিত হয়েছেন বাংলাদেশি মাসুদ চৌধুরী এবং ক্যাম্বারলান্ড সিটি কাউন্সিল থেকে ফের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুমন সাহা।

মহামারিতে বিধিনিষেধের কারণে দুবার তারিখ পরিবর্তনের পর ৪ ডিসেম্বর দেশটির নিউ সাউথ ওয়েলস রাজ্যের ১২৪টি সিটি কাউন্সিল এলাকার নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমন আরো সংবাদ

Back to top button