দেশহাইলাইটস

আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এমন খাদ‍্যপণ‍্য উৎপাদন করুন

 আন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এমন খাদ‍্যপণ‍্য উৎপাদন করুনআন্তর্জাতিক বাজারে চাহিদা আছে এমন খাদ‍্যপণ‍্য উৎপাদন করতে দেশীয় উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আট দিনব‍্যাপী নবম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২১ এর উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

তিনি বলেন, বিশ্ব বাজারে চাহিদা আছে এমন খাদ‍্যপণ‍্য উৎপাদন করতে হবে। মানসম্পন্ন উপায়ে পণ‍্য উৎপাদন করতে পারলে এসব পণ‍্য রফতানি করা যাবে। এজন্য সরকার সহায়তা করবে। বাইরে থেকে এক্সপার্টদের এনে প্রশিক্ষণের ব‍্যবস্থা করা হবে।

শেখ হাসিনা বলেন, আপনারা নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিল্প না করে এক জায়গায়, সুনির্দিষ্ট জায়গায় শিল্প গড়ে তুলুন। চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হয়ে উঠুন, অন‍্যকে চাকরির সুযোগ করে দিন।

প্রধানমন্ত্রী জানান, এসএমই উদ‍্যোক্তাদের জন‍্য ১৭৭টি ক্ল‍্যাস্টার চিহ্নিত হয়েছে যার অধিনে ৭৮ লাখ প্রতিষ্ঠান রয়েছে। পণ‍্য পরিবহন এখন সহজ হয়েছে। ট্রেনে পণ‍্য পরিবহনের সুযোগ আছে। নদী খনন করে পণ‍্য পরিবহনের ব‍্যবস্থা করা হচ্ছে। এছাড়া সড়কপথে তো পরিবহনের ব‍্যবস্থা রয়েছেই।

উদ‍্যোক্তা নারীদের স্বামীদের উদ্দেশ্যে সরকারপ্রধান বলেন, আপনারা স্ত্রীদের ব‍্যাংক থেকে ঋণ নিয়ে দিন। তাদের উদ‍্যোক্তা হতে সহায়তা করুন। যেটা তার সংসারের কাজে লাগবে আবার দেশেরও কাজে লাগবে।

এমন আরো সংবাদ

Back to top button