দেশ

সুইজারল্যান্ড রওনা হয়েও দুবাই থেকে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

ওমিক্রন নিয়ে জরুরি বৈঠকসুইজারল্যান্ড না গিয়ে দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রবিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম জানিয়েছেন, বিশ্বব্যাপী উদ্বেগ ছড়িয়ে দেওয়া আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রনের গুরুত্ব অনুধাবন করে এবং এ বিষয়ে জরুরি নির্দেশনা ও করণীয় ঠিক করতে গতকাল সুইজ্যারল্যান্ডের সরকারি প্রোগ্রামের উদ্দেশ্যে রওয়ানা দিয়েও দুবাই থেকে আরেকটি ফ্লাইটে রাত ১১টায় দেশে ফেরেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
দ্রুত দেশে ওমিক্রন মোকাবিলার বিষয়টি নিয়ে জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে মন্ত্রী জরুরি বৈঠক করবেন বলে জানিয়েছেন মাইদুল ইসলাম। এরপর তিনি স্বাস্থ্যখাতের প্রস্তুতি নিয়ে দেশবাসীকে অবহিত করবেন।

এমন আরো সংবাদ

Back to top button