স্বাস্থ্যহাইলাইটস

‘নতুন ভ্যারিয়্যান্ট সম্পর্কে অবগত সরকার, বিমানবন্দরে নির্দেশনা দেওয়া হয়েছে’

+63+6দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার নতুন ‘ওমিক্রন’ ভ্যারিয়্যান্ট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিতে জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ শনিবার এক অডিওবার্তায় এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আফ্রিকাসহ ইউরোপের কিছু দেশে ছড়িয়ে পড়া ওমিক্রন নামক করোনার নতুন একটি ভ্যারিয়্যান্ট বিষয়ে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় অবগত রয়েছে এবং এ বিষয়ে করণীয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, ‘এ ভাইরাসটি করোনার অন্যান্য ভ্যারিয়্যান্টের তুলনায় কিছুটা বেশি আক্রমণাত্মক হলেও, দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় এটি নিয়ে তৎপর রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।’

আতঙ্কিত না হয়ে দেশবাসীকে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আফ্রিকান নতুন ভ্যারিয়্যান্টের বিষয়ে আমরা অবহিত হয়েছি এবং এ ভাইরাসটি খুবই আক্রমণাত্মক। সে কারণে আফ্রিকার সঙ্গে আমাদের যোগাযোগ এখন স্থগিত করা হচ্ছে। সব বিমানবন্দর, স্থলবন্দর বা দেশের সব প্রবেশপথে স্ক্রিনিং আরও জোরদার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সারা দেশে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে এবং মাস্ক পরতে উদ্বুদ্ধ করতে সব জেলা শহরের প্রশাসনকে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, ‘বিশ্বের আক্রান্ত অন্যান্য জায়গা থেকেও যারা আসবে, তাদের বিষয়েও সতর্কতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই স্ক্রিনিং ছাড়া যেন আক্রান্ত দেশের কোনো ব্যক্তি দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট শাখাগুলিকেও নির্দেশনা দেওয়া হয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button