এন্টারটেইনমেন্ট

১১ সিনেমা হলে ‘নোনা জলের কাব্য’

45621পরিচালক রেজওয়ান শাহরিয়ার সুমিতের প্রথম সিনেমা ‘নোনা জলের কাব্য’ মুক্তি পেয়েছে আজ (২৬ নভেম্বর)। ঢাকায় সিনেমাটি প্রদর্শিত হবে স্টার সিনেপ্লেক্সের সকল শাখায়, শ্যামলী সিনেমা ও ব্লকবাস্টার মুভিজে। এছাড়াও দেখা যাবে নারায়ণগঞ্জের সিনেমাস্কোপ, চট্টগ্রামের সিলভারস্ক্রিন ও সুগন্ধা সিনেমা এবং বগুড়ার মধুবনে।

দেশের সমুদ্র উপকূলবর্তী প্রান্তিক জেলেদের দৈনন্দিন জীবনযাপন, আবহাওয়ার প্রতিকূলতার মুখে টিকে থাকার লড়াই এবং তাঁদের সামাজিক রীতিনীতি ও সংস্কার এই চলচ্চিত্রের মূল বিষয়। পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত এই সিনেমাটিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। আরও আছেন শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব।

২০১৮ সালের ১৩ জুলাই অর্ধশতাধিক শিল্পী ও কলাকুশলী মিলে পটুয়াখালী ও চট্টগ্রামে শুটিং শুরু হয়ে একই বছরের সেপ্টেম্বরের ৩ তারিখে শেষ হয়।

এর আগে লন্ডন, বুসান, গুটেনবার্গ, সাও পাওলো, তুরিন, সিয়াটল, সিঙ্গাপুরসহ বেশ কিছু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে ‘নোনাজলের কাব্য’। পাশাপাশি জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে কপ ২৬-এ প্রদর্শিত হয়েছে।

আরও সিনেমা

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে আজ (২৬ নভেম্বর) মুক্তি পেয়েছে আরও দুটি সিনেমা।  রেসিডেন্ট এভিল সিরিজের ‘রেসিডেন্ট এভিল: ওয়েলকাম টু রেক্কুন সিটি’ এবং ডিজনির অ্যানিমেশন সিনেমা ‘এনচান্টো’।

এমন আরো সংবাদ

Back to top button