দেশহাইলাইটস

পদ্মা সেতু আগামী ৩০ জুন যান চলাচলের জন্য খুলবে

পদ্মা সেতু আগামী ৩০ জুন যান চলাচলের জন্য খুলবেমন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী বছর ৩০ জুন পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এখন পর্যন্ত কাজের অগ্রগতি ৭৮ শতাংশ।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রণালয় ও বিভাগসমূহের ২০২০-২১ অর্থ বছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদন উল্লেখ করে এ তথ্য জানান সচিব।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির খুব একটা অবনতি হয়নি গেল এক বছরে। মামলা কমেছে ৯১ হাজার।’

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতি কর্তৃক ভাষণের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আগামী বুধবার (২৪ নভেম্বর) এই ভাষণ দেবেন রাষ্ট্রপতি।

আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

আজকের মন্ত্রিসভার বৈঠকে জেলা পরিষদ সংশোধন আইন-২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এতে উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার চেয়ারম্যানের পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার পর তারা জেলা পরিষদের সদস্য হতে পারবেন এমন বিধান যুক্ত করা হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button