প্রবাস

মেক্সিকোতে ৩৭ বাংলাদেশীসহ আটক ৬০০

 মেক্সিকোতে ৩৭ বাংলাদেশীসহ আটক ৬০০
মেক্সিকোতে ৩৭ বাংলাদেশীসহ আটক ৬০০

মেক্সিকোতে দুটি ট্রাক থেকে বাংলাদেশিসহ ১২ দেশের ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে দেশটির সরকার। গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৩৭ জন বাংলাদেশী।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল শনিবার ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) ৬০০ অভিবাসনপ্রত্যাশীকে আটকের বিষয়টি জানায়। তাদের হিসাব মতে আটককৃতদের মধ্যে গুয়াতেমালার ৪০১ জন, হন্ডুরাসের ৫৩, ডোমিনিকান রিপাবলিকের ৪০, বাংলাদেশের ৩৭, নিকারাগুয়ার ২৭ ও ১৮ জন এল সালভাদরের নাগরিক।

এছাড়া কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের চারজন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন করে রয়েছে বলে জানায় আইএনএম।

অভিবাসীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ ও ১৪৫ জন নারী। মেক্সিকো সরকার জানিয়েছে, আটক অভিবাসনপ্রত্যাশীদের হয়ত বাড়িতে পাঠিয়ে দেয়া হবে। তা না হলে মেক্সিকোতে থাকতে দেয়া হতে পারে।

খবরে আরো বলা হয়, মধ্য আমেরিকা অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রে ঢুকতেই এসব অভিবাসী মেক্সিকোতে যান। আটক অভিবাসীরা দাবি করছেন, নিজ নিজ দেশের সহিংসতা ও দরিদ্রতা থেকে বাঁচতেই সেখানে এসেছেন তারা।

এমন আরো সংবাদ

Back to top button