এন্টারটেইনমেন্ট

যা কাজ করেন শাহরুখের ম্যানেজার পূজা

5+623মাদক মামলায় বলিউড সুপারস্টার শাহরুখের খানের ছেলে আরিয়ানের গ্রেপ্তারের পর খান পরিবারের পাশাপাশি আরও একটি নাম বেশ আলোচনায়। তিনি শাহরুখের ম্যানেজার পূজা দাদলানি। আরিয়ান মামলার প্রত্যেক শুনানির দিন আদালতে হাজির থাকা, পরিস্থিতি সম্পর্কে শাহরুখকে প্রতি মুহূর্তে জানানো ইত্যাদি সবই পূজার ওপর ছেড়ে দিয়েছেন শাহরুখ।

এতদিন অজানা থাকলেও সম্প্রতি পূজার সম্পর্কে অনেক তথ্য সামনে আসছে। শোনা গেছে, আরিয়ান গ্রেপ্তার হওয়ার পর নাকি মামলার এক সাক্ষীকে মোটা টাকার বিনিময়ে প্রভাবিত করার চেষ্টা করেন তিনি।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের যাবতীয় কাজের দেখভাল করেন পূজা। শাহরুখের কলকাতা নাইট রাইডার্স দলেরও সব কিছু তিনিই দেখেন। শাহরুখ বিদেশে কোনও কাজে গেলে পূজাও সঙ্গে যান।

শাহরুখের ছোট-বড় সব বিষয় সামলানোর জন্য মোটা পারিশ্রমিকও পান পূজা। একটি সূত্রের দাবি, বছরে ৪৫ কোটি রুপি উপার্জন করেন পূজা। তবে এর পুরোটাই তিনি শাহরুখের কাছ থেকে বেতন বাবদ পান কিনা তা জানা যায়নি। কারণ পূজার স্বামী হিতেশ গুরনানি মুম্বাইয়ের একটি নামি অলঙ্কার প্রস্তুত সংস্থার মালিক। স্বামীর সঙ্গে এই ব্যবসাতেও সাহায্য করেন পূজা। তাদের সংসারে একটি মেয়ে রয়েছে।

পূজার জন্ম ১৯৮৩ সালের ২ নভেম্বর মুম্বাইয়ে। সেখানেই বড় হন তিনি। সেখানকার একটি স্কুলে পড়াশোনা করেন। তারপর মুম্বাইয়ের এইচ আর কলেজ অব কমার্স অ্যান্ড ইকনমিক্স থেকে স্নাতক শেষ করেন। সাংবাদিকতা নিয়েও পড়াশোনা করেছেন তিনি।

২০১২ সালে শাহরুখ খানের ম্যানেজার হিসাবে কাজে যোগ দেন পূজা। তারপর থেকে এই দীর্ঘ নয় বছর পূজা কখনও অন্য কোনও তারকার ম্যানেজার হওয়ার কথা ভাবেননি। বরং শাহরুখের পরিবারেরই সদস্য হয়ে উঠেছেন তিনি।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker