প্রতিটি মুহূর্ত উপভোগ করতে বললেন শাবনূর
জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর এখন বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। শোনা যাচ্ছে তিনি শিগগিরই দেশে ফিরে আবারও কাজে যোগ দেবেন। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন এই নন্দিত নায়িকা। মাঝে মাঝেই নিজের অনুভূতি প্রকাশ করেন ফেসবুকে। আজও তিনি একটি স্ট্যাটাস দিয়ে ভক্তদের বললেন, জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করতে।
শাবনূর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করে লিখেন, ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’
শাবনূরকে সর্বশেষ ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে। ১৯৭৯ সালে যশোর জেলার শার্শা উপজেলার নাভারণে জন্মগ্রহণ করেন শাবনূর। পারিবারিক নাম কাজী শারমিন নাহিদ নূপুর। পিতার নাম শাহজাহান চৌধুরী।তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি।বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই পরিবারসহ অস্ট্রেলিয়া প্রবাসী। ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা।
শাবনূর ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।