বিদেশ

চীনের মরুভূমিতে কেন মার্কিন যুদ্ধজাহাজের প্রতিকৃতি?

স্যাটেলাইট থেকে পাওয়া ছবি
স্যাটেলাইট থেকে পাওয়া ছবি

মার্কিন নৌবাহিনীর বিমানবাহী ক্যারিয়ার ও অন্যান্য যুদ্ধজাহাজের ‘মকআপ’ তৈরি করেছে চীন। ধারণা করা হচ্ছে, লক্ষ্য ভেদের প্রশিক্ষণ হিসেবে এই প্রতিকৃতিগুলো তৈরি করা হয়েছে।

শিনচিয়াং-এর মরুভূমি থেকে স্যাটেলাইটের তোলা ছবির বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে রয়টার্স।

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে ওয়াশিংটনের সঙ্গে উত্তেজনার এই সময়ে চীনের অ্যান্টি-ক্যারিয়ার সক্ষমতা তৈরির চেষ্টা প্রতিফলিত করছে নকশাগুলো।

স্যাটেলাইট ইমেজে দেখা যায়, মার্কিন যুদ্ধ জাহাজের আকার পুরোটাই ফুটিয়ে তোলা রয়েছে। তাকলামাকান মরুভূমির এই নতুন টার্গেট রেঞ্জ কমপ্লেক্সে কমপক্ষে দুটি আরলে বার্ক-ক্লাস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের নকশা তৈরি করা হয়েছে।

স্বাধীন গোয়েন্দা সংস্থা অল সোর্স অ্যানালাইসিসকে উদ্ধৃত করে ইউএস নেভাল ইনস্টিটিউট জানিয়েছে, কমপ্লেক্সটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ব্যবহার করা হয়েছে।

তবে বিষয়টি নিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এমন আরো সংবাদ

Back to top button