খেলাধুলাহাইলাইটস

নতুন দায়িত্বে জাতীয় দলে খালেদ মাহমুদ

আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই কাজে যোগ দেওয়ার কথা মাহমুদের। আগামী ১৬ নভেম্বরে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান দল। সফরে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে। সিরিজের জন্য ১২ নভেম্বর থেকেই অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। সেদিনই আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেবেন মাহমুদ।

তার আগে পাকিস্তান সিরিজে ডাক পেতে পারে এমন বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে অনুশীলন করার কথা সাবেক এই অধিনায়কের।

এর মধ্যেই বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে এসেছেন বেশ কয়েকজন ক্রিকেটার। টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ ও লিটন দাস সংযুক্ত আরব আমিরাতে কিছুদিন কাটিয়ে দেশে ফিরবেন।

জাতীয় দলের কোচরা আমিরাত থেকেই যে যার মতো দেশে ফিরে গেছেন। এক সপ্তাহ ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দেবেন প্রত্যেকেই।

এমন আরো সংবাদ

Back to top button