খেলাধুলাহাইলাইটস

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

87485দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আজই চলতি টি২০ বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া দলনায়ক অ্যারন ফিঞ্চ টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন।

আজকের ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন—স্পিনার নাসুম আহমেদ বাদ পড়েছেন, ফিরেছেন পেসার মুস্তাফিজুর রহমান।

টস শেষে বাংলাদেশ দলনায়ক মাহমুদউল্লাহ বলেন, বোর্ডে ভালো মানের একটি স্কোর গড়তে চাই আমরা। টুর্নামেন্টটি আমাদের জন্য বেশ কঠিন কাটছে, আমরা এখনো নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। এখন নিজেদের গৌরব সমুন্নত রাখতে ও নিজেদের প্রমাণ করতে আমাদের ভালো খেলতে হবে।

অস্ট্রেলিয়া দলে একটি পরিবর্তন—অ্যাস্টন অ্যাগারের জায়গায় খেলবে মিচেল মার্শ।

সেমিফাইনালে যেতে অস্ট্রেলিয়ার জন্য জয়ের কোনো বিকল্প নেই। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে অজিরা টেবিলের তিনে, আর ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা দুইয়ে। ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ইংল্যান্ড, আর সবার তলানিতে বাংলাদেশ।

এমন আরো সংবাদ

Back to top button