দেশহাইলাইটস

গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হবে বাংলাদেশ

ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত কারখানা পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, ইফাদ গ্রুপ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি শিল্পপ্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের বাস-ট্রাক ও কাভার্ড ভ্যান বাজারজাত করার মাধ্যমে তারা পরিবহন খাতে বিশেষ অবদান রাখছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশে পরিণত হবে।

ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ জানান, চলতি বছরের শুরু থেকে বিলাসবহুল এসি, নন-এসি বাসের বডি তৈরি করা হচ্ছে তাঁদের কারখানায়। তিনি জানান, বর্তমানে বিদেশ থেকে গাড়ি আমদানি করতে বেশ সময় লাগে। এই কারখানা চালু হওয়ার ফলে ক্রেতাদের দ্রুততম সময়ে গাড়ি সরবরাহ করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, ইফাদ অটোস লিমিটেড ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ে সংযোজন কারখানা স্থাপন করেছে। বিশ্ববিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ভারতের অশোক লেল্যান্ডের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই কারখানায় প্রতিবছর ১০ হাজারের বেশি গাড়ি সংযোজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ এবং ইফাদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button