কপ-২৬ : মিথেন গ্যাস লিকেজ প্রতিরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের
বায়ুমন্ডলে মিলিয়ন টন গ্রিন হাউজ গ্যাস মিথেনের মিশে যাওয়া ঠেকানোর ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তেল এবং গ্যাস ক্ষেত্র থেকে এসব মিথেন বাতাসে মিশে যাওয়া ঠেকাবে দেশটি।
বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, মিথেন হলো গ্রিন হাউজ গ্যাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী উপাদান। মানব কার্যক্রম থেকে বর্তমান উষ্ণায়নের জন্য যে উপাদানকে এক তৃতীয়াংশ দায়ী করা হয়।
আজ মঙ্গলবার কপ-২৬ জলবায়ু সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় দেশটি। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে বেশ কয়েকটি দেশ ২০৩০ সালের মধ্যে ২০২০ সালের তুলনায় অন্তত ৩০ শতাংশ মিথেন গ্যাস কমানোর উদ্যোগে যুক্ত হয়েছেন। তবে মিথেন গ্যাস কমানোর এই উদ্যোগের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি গ্যাস নিঃসরণকারী দেশগুলো নেই। উল্লেখযোগ্য সেসব দেশ হলো চীন, রাশিয়া ও ভারত।
বৈশ্বিক উষ্ণায়ন কমাতে কয়েক দশক ধরে কার্বন ডাই অক্সাইডকে দায়ী করা হয়, যা বিদ্যুত্ উত্পাদন ও বন উজাড়ের মত মানব কার্যক্রমের ফল। কিন্তু বর্তমানে মিথেনের ব্যাপারেও আলাদা নজর দেয়া হচ্ছে, যেটা কার্বন ডাউ অক্সাইডের চেয়ে দ্রুত গতিতে বায়ুমণ্ডলকে উষ্ণ করে তুলছে।
স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগোতে এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি এই শতকের শেষ নাগাদ জলবায়ু পরিবর্তন জনিত বিপর্যয় এড়াতে বৈশ্বিক উষ্ণায়ন ঠেকানোর পরিকল্পনা তুলে ধরবেন।