খেলাধুলাহাইলাইটস

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

+66+5আজ থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ মিশন শুরু করেছে বাংলাদেশ। মূল পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। শারজাহতে ম্যাচটিতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। প্রতিপক্ষ হিসেবে লঙ্কানরা খুব চেনা প্রতিপক্ষ বাংলাদেশের। তাদের বিপক্ষে তিন ফরম্যাটেই নিয়মিত খেলে থাকে লাল-সবুজের দল। তাই বিশ্বকাপের মঞ্চে লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচ নিয়ে আশাবাদী বাংলাদেশ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত ১১টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে। যেখানে সাতটিতে জিতেছে শ্রীলঙ্কা, বাংলাদেশের জয় চারটি। তবে আশার ব্যাপার হলো, শেষ দুই মুখোমুখিতে দুটিতেই লঙ্কানদের তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। ফলে বিশ্বকাপের লড়াইয়ে কিছুটা হলেও এগিয়ে থাকবে মাহমুদউল্লাহর দল।

অবশ্য বিশ্বকাপের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ায় কিছুটা আত্মবিশ্বাস হারিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ব্যাটাররা বেশিরভাগ ফর্মে নেই। ফর্ম নেই দুই ওপেনারদেরও। লম্বা সময় ধরে ওপেনারদের থেকে ভালো জুটি পাচ্ছে না বাংলাদেশ।

রানে নেই লিটন দাসও। মিডল অর্ডারের প্রাণভোমরা মুশফিকুর রহিমও ব্যাটিংয়ে বাজে সময় পার করছে। সবমিলিয়ে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তায়। তবুও লঙ্কানরা চেনা প্রতিপক্ষ বলেই ম্যাচটি নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচ নিয়ে ডমিঙ্গা বলেছেন, ‘গত কয়েক মাসে শ্রীলঙ্কার বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি আমরা। ওদের বিপক্ষে ওয়ানডে ও টেস্টে আমাদের ভালো প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। এ ছাড়া আমাদের অভিজ্ঞ বোলার এবং কিছু তারকা ব্যাটারসহ ভারসাম্যপূর্ণ দল রয়েছে। সাকিবের মতো বিশ্বমানের

অলরাউন্ডার আমাদের আছে। একই সঙ্গে ঢাকার উইকেটের মতোই শারজাহর উইকেট। আশা করি প্রথম ম্যাচে এসব আমাদের সহায়তা করবে।’

বাংলাদেশ বিশ্বকাপ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা বিশ্বকাপ দল : দাসুন শানাকা (অধিনায়ক), চারিথ আসালানকা, দুষ্মন্ত চামিরা, দিনেশ চান্ডিমাল, আকিলা ধনাঞ্জয়া, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ধনাঞ্জয়া ডি সিলভা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান প্রদীপ, অভিষ্কা ফার্নান্ডো, প্রবীন জয়াবিক্রমা, চামিকা করুণারত্নে, লাহিরু কুমারা, লাহিরু মাদুশানকা, কামিন্দু মেন্ডিস, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসা, পুলিনা থারাঙ্গা, মাহিষ ঠিকশানা।

এমন আরো সংবাদ

Back to top button