দেশহাইলাইটস

সিরাজগঞ্জে মহাসড়কে ৪০ কিলোমিটার যানজট

 সিরাজগঞ্জে মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
সিরাজগঞ্জে মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এ মহাসড়কের নলকা ব্রিজে মেরামতের কাজ শুরু হওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে থানা পুলিশ। বিকল্প পথে যান চলাচলের নির্দেশনা দিয়েছে সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ।

এদিকে, যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে আটকে থাকতে হচ্ছে তাদের।

সিরাজগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘নলকা সেতুতে সংস্কার কাজ চলছে। সে কারণে যানজটের সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রোড পর্যন্ত ২২ কিলোমিটার সড়কে যানজট রয়েছে। এ ছাড়া ঢাকা-বগুড়া, বগুড়া-নগরবাড়ী ও হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ১৮ কিলোমিটারের মতো যানজট রয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।’

এমন আরো সংবাদ

Back to top button