দেশহাইলাইটস

দেশের দক্ষিণ অঞ্চলে হবে ২য় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র – প্রধানমন্ত্রী

96633দেশের দক্ষিণ অঞ্চলে আরও একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ২য় পারমাণবিক  বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে।

এটি করা করা গেলে দেশের বিদ্যুৎ সমস্যার নিরসন হবে।

আজ রোববার রুপপুরে নির্মাণাধীন বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক চুল্লি তথা রি অ্যাক্টর প্রেসার ভেসেল উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, রুপুপরে আন্তর্জাতিক সংস্থার সব ধরনের নীতিমালা  মেনে কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।

২০২৩ সালে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যে কাজ চলছে । এজন্য এ বছরের মধ্যে ৫০ শতাংশ কাজ শেষ হবে বলে আশা করছেন, সংশ্লিষ্ট কর্মকর্তারা।

নির্মাণাধীন রুপপপুর প্রকল্পের কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে রাশিয়া। ১ লাখ ১৩ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয়ের এই বিদ্যুতকেন্দ্রের নব্বইভাগ অর্থ ঋণ হিসেবে দিয়েছে রাশিয়া।

এমন আরো সংবাদ

Back to top button