খেলাধুলা

র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ বাংলাদেশের

র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ বাংলাদেশের
র‌্যাঙ্কিংয়ে পাঁচে উঠার সুযোগ বাংলাদেশের

বুধবার বিকাল চারটায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজটি আবার টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে উন্নতি করার বড় সুযোগ। পাঁচ টি-টোয়েন্টিতে সফরকারীদের হোয়াইটওয়াশ করতে পারলেই র‌্যাঙ্কিং টেবিলে বড় লাফ দেবে বাংলাদেশ। এক লাফে লাল-সবুজ জার্সিধারীরা পৌঁছে যাবে পাঁচ নম্বরে।

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারালেও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি হয়নি। এখন তাদের অবস্থান ১০ নম্বরে! তবে অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডকেও ৪-১ ব্যবধানে হারাতে পারলে ২৪৪ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করবে বাংলাদেশ। ৩-২ ব্যবধানে সিরিজ জিতলেও বাংলাদেশ ছয়ে উঠবে। রেটিং পয়েন্ট হবে ২৪১।

অন্যদিকে হোয়াইটওয়াশ করতে পারলে ইংল্যান্ড, ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডকে টপকে এক লাফে পাঁচে উঠে যাবে তারা। ৫-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ২৪৮।

সিরিজ হারলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতির সম্ভাবনা আছে। বাংলাদেশের ওপরে থাকা ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সঙ্গে পয়েন্টের ব্যবধান খুব একটা বেশি নয়।

আজ প্রথম টি-টোয়েন্টির পর বাকি ম্যাচগুলো হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সব ম্যাচ শুরু বিকাল ৪টায়।

এমন আরো সংবাদ

Back to top button