স্বাস্থ্য

৬টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড ঘোষণা

965320বেশ কিছুদিন থেকেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এরইমধ্যে পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে গাজীপুরের ১টিসহ মোট ছয়টি হাসপাতালকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল বলে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু রোগের দ্রুত চিকিৎসা সুবিধা পাওয়ার লক্ষ্যে ৬টি হাসপাতালে ডেঙ্গু ডেডিকেটেড বলে ঘোষণা দেয়া হয়েছে। তালিকায় ঢাকার মধ্যে ৫টি এবং ঢাকার বাইরে গাজীপুরের ১টি হাসপাতাল রয়েছে। এগুলো হলো, ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কমলাপুর রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, মিরপুরের লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীর চর ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল এবং গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতল।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী চলতি বছর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে সাতহাজার। আর মারা গেছেন অন্তত ৩১ জন।  এরআগে ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহ রুপ দেখা গিয়েছিল ২০১৯ সালে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সেসময় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছিল। ওইবছর সরকারি হিসাব অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৭৯ জন মারা যান। বেসরকারি হিসাবে যা প্রায় দ্বিগুণ।

এমন আরো সংবাদ

Back to top button