পীরগঞ্জে উদ্বোধনের অপেক্ষায় মুক্তিযোদ্ধাদের নামে ৭ সড়ক
পীরগঞ্জে ৭ বীর মুক্তিযোদ্ধার নামে নামকৃত সড়কগুলো উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সরাসরি আর না হলে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে সড়কগুলো স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী এমপিকে দিয়ে উদ্বোধন করা হবে বলে জানা গেছে। চলতি বছরের জুলাইয়ে উপজেলার বড়দরগাহ ইউনিয়নেই মুক্তিযোদ্ধাদের নামে সড়কগুলোর নামকরণ করা হয়েছে।
ইউনিয়নটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক জানান, পীরগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তরে রংপুর-ঢাকা মহাসড়কে (বিশ্বরোড) বড়দরগাহ্ বাসস্ট্যান্ড। ওই বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর-পশ্চিমেই উপজেলার যুদ্ধবিধ্বস্ত গ্রাম ছোট মির্জাপুর। ১৯৭১-এ পাকবাহিনী প্রায় গোটা গ্রাম পুড়ে ছারখার করে দেয়। ছোট মির্জাপুর গ্রামেই ৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন। তারা বয়সে ছোটবড় হলেও ১৯৭১ এ তারা ভারতে প্রশিক্ষণ শেষে দেশে এসে ৬নং সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন। এই ৭ বীর মুক্তিযোদ্ধা বেশ কয়েকটি সম্মুখ যুদ্ধে লিপ্ত হন। তারা হলেন, প্রফেসর ড. নুরুল ইসলাম (মরহুম), চেয়ারম্যান নুরুল হক, জিল্লুর রহমান সরকার, আনছার আলী, মশিউর রহমান, সেকেন্দার আলী (মরহুম) ও নুরুল ইসলাম।
এই ৭ বীরের নামে নামকরণকৃত সড়কগুলো হলো, বিশ্বরোড থেকে পাতারিটারী ভায়া ছোট মির্জাপুরগামী ১ কিমি ‘মশিউর রহমান সড়ক’, বিশ্বরোড থেকে ছোট মির্জাপুর উচ্চ বিদ্যালয় ভায়া ছোট মির্জাপুরগামী ১ কিমি ‘নুরুল ইসলাম সড়ক’, বড়দরগাহ থেকে মথুরাপুরগামী ৩ কিমি ‘জিল্লুর রহমান সড়ক’, বড়দরগাহ-ভেন্ডাবাড়ী সড়ক হতে ট্যাংকরোড দেড় কিমি ‘নুরুল হক সড়ক (চেয়ারম্যান)’, বিশ্বরোড হতে শাহাপাড়া হাজীপুরগামী ৩ কিমি ‘সেকেন্দার আলী সড়ক’, বড়দরগাহ-শানেরহাটগামী দেড় কিমি ‘আনছার আলী সড়ক’ এবং বিশমাইল থেকে গুর্জিপাড়াগামী ৩ কিমি ‘নুরুল ইসলাম সড়ক’।
চলতি বছরের ১৭ জুলাই সড়কগুলোর নামকরণের পর মুক্তিযোদ্ধা এবং এলাকাবাসীকে সাথে নিয়ে নামফলকগুলো সড়কে স্থাপন করা হয়েছে।
গুর্জিপাড়া গ্রামের রফিকুল ইসলাম বলেন, এ উপজেলার মধ্যে আমাদের ইউনিয়নেই মুক্তিযোদ্ধাদের নামে সড়ক হওয়ায় আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আরও বেশী জানার আগ্রহ পাবে। বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান বলেন, উদ্বোধনের অপেক্ষায় থাকা মুক্তিযোদ্ধাদের নামে নামকরণকৃত সড়কগুলো পাকা ও সংস্কারের জন্য স্থানীয় এমপি স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর কাছে অনুরোধ করছি। মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণের উদ্যোক্তা চেয়ারম্যান নুরুল হক বলেন, বঙ্গবন্ধুর ডাকে আমাদের স্বাধীনতার জন্য মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তান বাহিনীকে পরাজিত করে মুকৃতি লাভ করেছি। আর মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদেরকে স্মরণীয় করে রাখতে এবং আগামী প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই আমি নিজস্ব অর্থায়নে আমার ইউনিয়নে আমার গ্রামেরই (ছোট মির্জাপুর) ৭ বীর মুক্তিযোদ্ধার নামে ৭ টি সড়কের নামকরণ করেছি। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভার্চুয়ালি সড়কগুলো স্পীকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী আপাকে দিয়ে উদ্বোধন করা হবে।
তিনি আরও বলেন, দেশের সব মুক্তিযোদ্ধার কবরের ডিজাইন একই করার পরিকল্পনা সরকার গ্রহন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মন্ডল বলেন, উপজেলায় প্রথম বড়দরগাহ ইউনিয়নে মুক্তিযোদ্ধাদের নামে সড়কের নামকরণ হওয়ায় আমরা আনন্দিত।