প্রবাস
মিসরে আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসবে বাংলাদেশ

মিসরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ঢোল ও ঐতিহ্যবাহী লোকশিল্প উৎসবটি উদ্বোধন করেন মিসরের সংস্কৃতি মন্ত্রী এনাস আবদেল দাইম।
শান্তির জন্য ঢোল স্লোগান নিয়ে বাংলাদেশ, মিশর, সিরিয়া, সুদান, দক্ষিণ সুদান, ইয়েমেন, প্যালেস্টাইন, ইন্দোনেশিয়া, কলম্বিয়া, ফিলিপাইন, কঙ্গো সহ ৩০টির ও বেশি ঐতিহ্যবাহী সাংস্কৃতি দল অংশ নেয় এই ঢোল উৎসবে।
কায়রোস্থ বাংলাদেশ দুতাবাসের সার্বিক তত্ত্বাবধানে দুতাবাসের কর্মকর্তা, তাদের সহধর্মিনী ও প্রবাসী বাংলাদেশী শিল্পীরা অংশ নেয় আন্তর্জাতিক এই উৎসবে।
রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, অনান্য বছর কায়রো ঢোল উৎসবে বাংলাদেশ থেকে সাংস্কৃতিক দল এসে যোগ দিলেও এবার করোনার প্রাদুর্ভাবের কারনে তা সম্ভব হয়নি। তাই আমরা নিজেরাই দুতাবাসের সহকর্মী ও কয়জন প্রবাসী বাংলাদেশিদের নিয়ে কিছু দিন গান ও বাদ্যযন্ত্রের মহরা করে এই ঢোল উৎসবে যোগ দেই। যা দেখে ও শুনে অনান্য দেশের দুতাবাস গুলো আশ্চর্যিত হয়।
তিনি আরো বলেন, বাংলাদেশ – মিসের বন্ধুত্বের দীর্ঘ ইতিহাস রয়েছে এবং কায়রো- ঢাকা বিনিময় ও সহযোগিতা গভীরতর হচ্ছে। আন্তর্জাতিক ঢোল ও লোকশিল্প উৎসবটি দুই দেশের সংস্কৃতির অঙ্গনের দ্বার আরো উন্মুক্ত করবে।
মিসর সহ মধ্যপ্রাচ্যের বেশ কটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আন্তর্জাতিক ঢোল উৎসব অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে ও মিসরের গণমাধ্যমে বেশ গুরুত্ব সহকারে বাংলাদেশের নাম ও অনুষ্ঠানটির কথা তুলে ধরা হয়। কায়রো ও অন্যান্য শহর থেকে আগত স্থানীয়রা সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার দর্শক ঢোল উৎসবটি উপভোগ করে।