দেশ

লকডাউনে পুলিশের মুভমেন্ট পাস লাগবে, মঙ্গলবার উদ্বোধন

025করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ। এই পাসধারী ব্যক্তি বাধামুক্তভাবে সড়কে চলাচল করতে পারবেন। তবে সবাই এই পাস পাবেন না। শুধু জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্টদের দেওয়া হবে এ পাস। আগামীকাল মঙ্গলবার ‘মুভমেন্ট পাস অ্যাপস’ উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

পুলিশ সদর দপ্তরের একটা সূত্র বলেছে, জনসাধারণ বাইরে যাওয়ার অনুমতি নিতে অনলাইনে বা অ্যাপসের মাধ্যমে আবেদন করবে। সেই আবেদনে তিনি কেন বাইরে যাবেন, সেটি উল্লেখ করবেন। ওই আবেদনটি পুলিশ যাচাই-বাছাই করবে। আবেদন দেখে যদি মনে হয়, তার বাইরে যাওয়াটা যৌক্তিক, তখন পুলিশের পক্ষ থেকে বাইরে যাওয়ার অনুমতিপত্র দেওয়া হবে। এরপর বাইরে বের হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটকালে তিনি অনুমতিপত্র দেখিয়ে চলাচল করতে পারবেন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সদর দপ্তরের আইসিটি উইংয়ের সমন্বয়ে শুরু হতে যাচ্ছে এ কার্যক্রম। জরুরি পণ্য পরিবহণ, সেবাদান, ব্যবসায়ী ও চাকরিজীবীদের যাচাই-বাছাই করে দেওয়া হবে এই পাস।

পুলিশ সূত্রে জানা গেছে, মুদি দোকানে কেনাকাটা, কাঁচাবাজার, ওষুধপত্র, চিকিৎসা, চাকরি, কৃষিকাজ, পণ্য পরিবহণ ও সরবরাহ, ত্রাণ বিতরণ, পাইকারি/খুচরা ক্রয়, পর্যটন, মৃতদেহ সৎকার, ব্যবসা ও অন্যান্য ক্যাটাগরিতে দেওয়া হবে এই পাস। যাদের বাইরে চলাফেরা প্রয়োজন কিন্তু কোনো ক্যাটাগরিতেই পড়েন না তাদের ‘অন্যান্য’ ক্যাটাগরিতে পাস দেওয়ার বিষয়ে বিবেচনা করা হবে। সড়কে কোথাও চলাচলের কারণে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলে এ পাস দেখালেই তার পরিচয় নিশ্চিত হয়ে যেতে দেওয়া হবে। আবেদন করতে এখানে ক্লিক করুন : https://movementpass.police.gov.bd/

এমন আরো সংবাদ

Back to top button