অর্থনীতিহাইলাইটস

দক্ষিণ এশিয়ায় প্রবৃদ্ধি অর্জনে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ

369দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি নিয়ে নতুন করে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। পূর্বাভাসে সংস্থাটি বলছে, প্রবৃদ্ধি অর্জনে এ অঞ্চলের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে থাকবে মালদ্বীপ, তারপরই বাংলাদেশের অবস্থান। চলতি ২০২১ অর্থবছর শেষে দক্ষিণ এশিয়ার মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়াবে ৭ দশমিক ২ শতাংশ। তবে ২০২২ সালে প্রবৃদ্ধির এ হার কমে দাঁড়াবে ৪ দশমিক ৪ শতাংশে।

বুধবার (৩১ মার্চ) ‘সাউথ এশিয়ান ইকোনমিকস বাউন্স ব্যাক বাট ফেস ফ্রাজিল রিকোভারি’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিশ্বব্যাংক।

আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি জানায়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চলতি অর্থবছরে সবচেয়ে ভালো করবে মালদ্বীপ। তারপর বাংলাদেশ। তারপরের অর্থবছরেও সবচেয়ে ভালো করবে মালদ্বীপ, তারপর ভারত এবং তৃতীয় স্থানে চলে যাবে বাংলাদেশ। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, ২০২১ অর্থবছর (জানুয়ারি-ডিসেম্বর) শেষে মালদ্বীপের প্রবৃদ্ধি হবে ১৭ দশমিক ১ শতাংশ, যা ২০২২ অর্থবছরে কমে দাঁড়াবে ১১ দশমিক ৫ শতাংশ।

এমন আরো সংবাদ

Back to top button