বিশ্বের সবচেয়ে প্রশংসিত ১৫ টেক কোম্পানি
সম্প্রতি বিশ্বের সবচেয়ে প্রশংসিত টেক কোম্পানির তালিকা প্রকাশ করেছে মার্কিন বিজনেস ম্যাগাজিন ফরচুন। বিশ্বজুড়ে ৩ হাজার ৮০০ করপোরেট নির্বাহীর ওপর জরিপ চালিয়ে তৈরি তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এছাড়া ফরচুনের তালিকায় প্রশংসিত কোম্পানি হিসেবে জায়গা পেয়েছে একগুচ্ছ মার্কিন প্রযুক্তি কোম্পানি। ফরচুনের তালিকায় জায়গা পাওয়া ১৫টি সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি কোম্পানি নিয়ে আয়োজনের আজ দ্বিতীয় পর্ব—
অ্যাকসেঞ্চার
ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি কোম্পানি তালিকায় টেক ক্যাটাগরিতে শীর্ষ ষষ্ঠ এবং সামগ্রিকভাবে তেত্রিশতম অবস্থানে রয়েছে প্রফেশনাল সার্ভিস কোম্পানি অ্যাকসেঞ্চার। কভিড-১৯ মহামারীর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ৪ হাজার ৪৩৩ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে অ্যাকসেঞ্চারের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৬৫১ কোটি ও ৫১১ কোটি ডলারে পৌঁছেছে।
এনভিডিয়া
মার্কিন বহুজাতিক গ্রাফিকস চিপ ডিজাইনার এনভিডিয়া ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত প্রযুক্তি কোম্পানি তালিকায় সপ্তম এবং সামগ্রিকভাবে সাঁইত্রিশতম অবস্থানে রয়েছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ১ হাজার ৯২ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে এনভিডিয়ার পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ২৮৫ কোটি ও ২৮০ কোটি ডলারে পৌঁছেছে। গত বছরজুড়ে মোবাইল ডিভাইস এবং হাই-এন্ড গাড়িতে এনভিডিয়ার চিপের চাহিদা বেড়েছে।
অ্যাডোবি
মার্কিন কম্পিউটার সফটওয়্যার কোম্পানি অ্যাডোবি ইনকরপোরেশন ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত টেক কোম্পানি তালিকায় অষ্টম এবং সামগ্রিকভাবে চল্লিশতম অবস্থানে রয়েছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ১ হাজার ১১৭ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে অ্যাডোবির পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ৩২৭ কোটি ও ২৯৫ কোটি ডলারে পৌঁছেছে।
আইবিএম
মার্কিন বহুজাতিক প্রযুক্তি কোম্পানি ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) বিশ্বের সবচেয়ে প্রশংসিত টেক কোম্পানি তালিকায় নবম অবস্থানে রয়েছে। কভিড-১৯ মহামারীর মধ্যে প্রতিষ্ঠানটির ব্যবসায় উল্লম্ফন দেখা গেছে। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ৭ হাজার ৭১৪ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে আইবিএমের পরিচালন ও নিট মুনাফা যথাক্রমে ১ হাজার ৩২১ কোটি ও ৯৪৩ কোটি ডলারে পৌঁছেছে।
স্যামসাং
দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাং ইলেকট্রনিকস ফরচুন প্রকাশিত বিশ্বের সবচেয়ে প্রশংসিত টেক কোম্পানি তালিকায় দশম অবস্থানে রয়েছে। কভিড-১৯ মহামারীর মধ্যে গত বছর অন্যান্য টেক কোম্পানির মতো স্যামসাংয়ের ব্যবসায় রেকর্ড উল্লম্ফন দেখা যায়। গত বছর শেষে কোম্পানিটির রাজস্ব আয় ২৩৬ দশমিক ৮১ ট্রিলিয়ন কোরিয়ান ওনে পৌঁছেছে। এছাড়া গত বছর শেষে স্যামসাংয়ের পরিচালন মুনাফা ৩৫ দশমিক ৯৯ ট্রিলিয়ন কোরিয়ান ওনে পৌঁছেছে।